জাতীয়

দলীয় কর্মসূচিতে নিহতদের পরিবারকে বিএনপির আর্থিক সহায়তা

ঢাকা, ১০ অক্টোবর – মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জে দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত দুই যুবদল কর্মীর পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বিএনপি।

সোমবার (১০ অক্টোবর) সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহায়তার অর্থ তুলে দেন। মুন্সিগঞ্জের শহীদুল ইসলাম সাওন ও নারায়ণগঞ্জের শাওন প্রধানের পরিবারের হাতে দলের অনুদানের সহায়তা তুলে দেওয়া হয়।

জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে দলীয় কর্মসূচি পালন করতে গিয়ে গত ২১ সেপ্টেম্বর নিহত হন যুবদল কর্মী শহীদুল ইসলাম সাওন। এর আগে ১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হন যুবদল কর্মী শাওন প্রধান।

আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে মুন্সিগঞ্জ বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রতন, কেন্দ্রীয় নেতা মীর সরাফত আলী সপু, যুবদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না, মামুন হাসান, কামরুজ্জামান দুলাল, শফিকুল ইসলাম মিল্টন, ইসহাক সরকার, আজিজুর রহমান আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্র: জাগোনিউজ
আইএ/ ১০ অক্টোবর ২০২২

Back to top button