সিলেট

ফেঞ্চুগঞ্জে ক্যান্সারে মারা গেলেন ইউপি চেয়ারম্যান

ফেঞ্চুগঞ্জ, ১০ অক্টোবর – সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফিয়ানুল করিম চৌধুরী আর নেই। দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগতে ভুগতে অবশেষে না ফেরার দেশে চলে গেছেন তিনি।

চিকিৎসাধীন অবস্থা আজ সোমবার (১০ অক্টোবর) সকালে সিলেট শহরের একটি প্রাইভেট ক্লিনিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

সুফিয়ানুল করিম চৌধুরী দুই মেয়ে ও এক ছেলের জনক।

ফেঞ্চুগঞ্জের উত্তর কুশিয়ারা ইউনিয়নের চেয়ারম্যান আহমেদ জিলু জানান, সুফিয়ানুল করিম চৌধুরীর মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে। তবে জানাজার নামাজের সময় নির্ধারণ হয়নি।

তিনি জানান, জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।

সূত্র: সিলেটভিউ২৪
আইএ/ ১০ অক্টোবর ২০২২

Back to top button