পশ্চিমবঙ্গ

কেষ্টর নামে গরু পাচার মামলা, সাক্ষী শতাব্দী রায়

কলকাতা, ১০ অক্টোবর – গরু পাচার মামলায় ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের নামে সিবিআইয়ের চার্জশিটে সাক্ষী হিসেবে নাম রয়েছে সাংসদ শতাব্দী রায়ের।

শতাব্দীর পাশাপাশি সাক্ষী হিসেবে ব্যাংক ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও কর্মীদের নামও রয়েছে। গত শুক্রবার আসানসোল আদালতে অনুব্রতের নামে ৩৫ পাতার চার্জশিট জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

চার্জশিটে সাক্ষী হিসেবে যে ৯৫ জনের নাম রয়েছে, তার মধ্যে ৪৬ নম্বরে রয়েছে শতাব্দীর নাম।

১৬০ নম্বর ধারায় শতাব্দীকে নোটিস পাঠানো হয়েছিল। ১৬১ নম্বর ধারায় তৃণমূল সাংসদের বয়ান রেকর্ড করা হয়। তার পরই চার্জশিটে সাক্ষী হিসেবে শতাব্দীর নাম রেখেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
শতাব্দীর সঙ্গে অনুব্রতের ‘অম্লমধুর’ সম্পর্কের কথা গণমাধ্যমেও ছড়িয়েছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে শতাব্দীর তৃণমূল ত্যাগের জল্পনা ছড়িয়েছিল। কারণ হিসেবে তখন তৃণমূলের একাংশের ব্যাখ্যায় নাম ছিল অনুব্রতের।

তবে কেষ্ট আটকের পর তার পাশেই দাঁড়ান বীরভূমের সাংসদ। খয়রাশোলে তৃণমূলের এক সভায় শতাব্দী বলেন, আমাদের অনুব্রত মণ্ডলের পাশে থাকতে হবে, বোঝাতে হবে আমরা অকৃতজ্ঞ নই। আপনারা যখন অনুব্রত মণ্ডলকে পাশে পেয়েছেন, সহযোগিতা পেয়েছেন, তখন আপনাদেরও তার পাশে থাকতে হবে।

এ বার সিবিআইয়ের চার্জশিটে সাক্ষী হিসেবে রয়েছে সেই শতাব্দীরই নাম।

সূত্র: কালের কন্ঠ
আইএ/ ১০ অক্টোবর ২০২২

Back to top button