কক্সবাজার

কক্সবাজারে সেপটিক ট্যাংকে দুই শ্রমিকের মৃত্যু

কক্সবাজার, ০৯ অক্টোবর – কক্সবাজারে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় মো. হাবিবুর রহমান (৩৫) নামের আরও এক শ্রমিক অসুস্থ হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের বিপরীত পাশে ‘কক্স ওশান কটেজ’ এর সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গেলে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কক্সবাজার শহরের জেল গেইট এলাকার আব্দুল মোনাফের ছেলে নুরুল হুদা ওরফে জাম্বু (৩৮) ও শহরের সমিতিপাড়া ১নং ওয়ার্ডের মৃত মো. সোলেমানের ছেলে মো. হাসেম (৪৫)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, শহরের কটেজ জোন এলাকায় গত দুইমাস ধরে কক্স ওশান কটেজটি ভেঙে নতুনভাবে নির্মাণ করা হচ্ছে। কাজের অংশ হিসেবে রোববার কটেজের সেপটিক ট্যাংকের সাটারিং খুলে একজন শ্রমিক ভিতরে ঢুকে। দীর্ঘক্ষণ তার সাড়া শব্দ না পেয়ে অপর দুইজন শ্রমিকও সেখানে নামেন। এক পর্যায়ে তারা সেখানে অজ্ঞান হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে সেপটিক ট্যাংক থেকে তিন শ্রমিককে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই শ্রমিকের মৃত্যু হয়। অপর শ্রমিক হামিদ চিকিৎসাধীন রয়েছে।

এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওসি।

সূত্র: দেশ রূপান্তর
এম ইউ/০৯ অক্টোবর ২০২২

Back to top button