পশ্চিম তীরে মারাত্মক সংঘর্ষ, জেরুজালেমে গুলিবর্ষণ
জেরুজালেম, ০৯ অক্টোবর – অধিকৃত পশ্চিম তীরে শনিবার ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনিদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ইসরায়েলি বাহিনী দুই ফিলিস্তিনি কিশোরকে হত্যা করেছে বলে জানিয়েছেন ফিলিস্তিনি কর্মকর্তারা। অন্যদিকে, ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, জেরুজালেমে একজন ফিলিস্তিনি বন্দুকধারী এক ইসরায়েলি সৈন্যকে গুলি করে হত্যা করেছে।
ইসরায়েলি পুলিশ জানিয়েছে, বন্দুকধারী পশ্চিম তীরের কাছে জেরুজালেমের উপকণ্ঠে ফিলিস্তিনি শরণার্থী শিবির শুয়াফাতের প্রবেশপথে একটি চেকপয়েন্টে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। এতে একজন নারী সৈন্য নিহত হয়েছে এবং একজন নিরাপত্তারক্ষী গুরুতর আহত হয়েছে। পুলিশ বলেছে, বাহিনী হামলাকারীকে খুঁজছিল।
এর আগে, ইসরায়েলি সামরিক বাহিনী বলেছিল যে পশ্চিম তীরের জেনিন শহরে ইসলামিক জিহাদ জঙ্গি গোষ্ঠীর একজন বন্দুকধারীকে গ্রেপ্তার করার অভিযানের সময় ফিলিস্তিনিরা তাদের দিকে গুলি করে এবং বিস্ফোরক ছোঁড়ে। পাল্টা আক্রমনে নিরাপত্তা বাহিনী ফিলিস্তিনিদের দিকে গুলি করে, এত দুই ফিলিস্তিনি নিহত হয় ।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১৬ এবং ১৮বছর বয়সী দুই ফিলিস্তিনি নিহত এবং ১১ জন আহত হয়েছে। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এ হত্যাকাণ্ডের নিন্দা করেছেন।
ইসরায়েলে মারাত্মক ফিলিস্তিনি রাস্তায় হামলার প্রতিক্রিয়ায় ৩১ মার্চ জঙ্গিদের বিরুদ্ধে তার অপারেশন ব্রেকওয়াটার শুরু করে। জঙ্গি ঘাঁটি জেনিনে প্রায় প্রতিদিনের অনুপ্রবেশের সর্বশেষ ঘটনা ছিলো শনিবার।
জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত টর ওয়েনেসল্যান্ড বলেছেন যে তিনি সহিংসতায় উদ্বিগ্ন এবং শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, চলতি বছর ইসরায়েলি বাহিনীর হাতে ইসলামিক জিহাদ জঙ্গি গোষ্ঠী এবং বেসামরিক ব্যক্তি সহ প্রায় ১০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/০৯ অক্টোবর ২০২২