ক্রিকেট
ফের ব্যর্থ ব্যাটাররা, কিউইদের সামনে সহজ টার্গেট
ক্রাইস্টচার্চ, ০৯ অক্টোবর – আবারো ব্যর্থ বাংলাদেশের ব্যাটাররা। ক্রাইস্টচার্চে আউটের মিছিল আর হার্ডহিটিং ব্যাটিংয়ের অভাবে ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে ১৩৫ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। নিউজিল্যান্ডের মতো দলের কাছে এই লক্ষ্য মামুলিই।
ওপেনিংয়ে মিরাজ-শান্ত জুটি করে ১২ রান।
মিরাজ ফেরেন ৫ রান করেই। ২৯ বলে ৩৩ রান করতে পেরেছেন শান্ত। দ্বিতীয় উইকেটে শান্ত-লিটন জুটি যোগ করে ৪১ রান। এরপর ১৬ বলে ১৫ রান করে মাইকেল ব্রেসওয়েলের শিকারে পরিণত হন লিটন। নবম ওভারের শেষ বলে দলীয় ৫৯ রানে আউট হন শান্ত। ইশ সুধির বলে মার্ক চাপম্যানকে ক্যাচ দেন তিনি।
সুবিধা করতে পারেননি মোসাদ্দেক হোসেন সৈকতও, তাঁর অবদান ৪ বলে ২। ছয়ে নামা ইয়াসির আলী রাব্বি ফিরেন ৯ বলে ৭ রান। সাত নম্বরে ব্যাটিং করতে নামেন সাকিব।
সূত্র: কালের কণ্ঠ
এম ইউ/০৯ অক্টোবর ২০২২