জাতীয়

‘পোশাকে নয়, নবীর আদর্শে ইসলামের পরিচয় দিতে হবে’

ঢাকা, ০৯ অক্টোবর – পোশাক দিয়ে ইসলামের পরিচয় হয় না। পোশাক দিয়ে মুমিন পরিচয় হয় না। ইসলামকে পালনের মাধ্যমে, নবীর আদর্শচর্চার মাধ্যমে ইসলামের পরিচয় দিতে হবে।

রোববার (৯ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আশিক্বীনে আউলিয়া পরিষদ।

বক্তারা বলেন, আজ মুসলমানদের জন্য এটি আনন্দের দিন। শান্তির বার্তা নিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.) পৃথিবীতে আসেন। ইসলাম শান্তির ধর্ম, সেই বার্তা সব ধর্মের সব মানুষের কাছে তিনি পৌঁছে দিয়েছেন।

হযরত মুহাম্মদ (সা.) সারা বিশ্বের মানুষের কাছে একজন আদর্শ মানুষ উল্লেখ করে বক্তারা আরও বলেন, নবী রাসুল ন্যায় প্রতিষ্ঠায় সারাজীবন কাজ করেছেন। মানুষের মধ্যে হিংসা-বিদ্বেষ হানাহানি দূর করে ইসলামের প্রকৃত বার্তা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। ইসলামকে জীবন বিধান হিসেবে গ্রহণ করে সারা বিশ্বের মানুষের জন্য একজন আদর্শ মানুষ হিসেবে নিজের জীবন পরিচালনা করেছেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ পরমাণু শক্তি কেন্দ্রের পরিচালক অধ্যাপক এম শমসের আলী, বঙ্গবন্ধু ট্রাস্টির ট্রেজারার ও সাবেক শিক্ষা সচিব মোহাম্মদ নজরুল ইসলাম খান, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনিসুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবু বকর সিদ্দিক প্রমুখ।

সূত্র: জাগো নিউজ
এম ইউ/০৯ অক্টোবর ২০২২

Back to top button