বুর্জ খলিফার চারপাশে বিশালাকার শহর গড়ার পরিকল্পনা
আবুধাবি, ৯ অক্টোবর – বিশ্বের অন্যতম নজরকাড়া স্থাপত্যশৈলীর তালিকায় রয়েছে দুবাইয়ের বুর্জ খালিফা। আকাশচুম্বী ভবনটি দেখতে প্রতিদিন হাজারো পর্যটক ভিড় করে। এবার বুর্জ খলিফার চারপাশে বিশালাকারের বৃত্তাকার এক শহর গড়ার পরিকল্পনা চলছে। প্রকৌশল সংস্থা জেডনেরা স্পেস প্রাথমিকভাবে এর একটি কাল্পনিক নকশা তৈরি করেছে।
এমন ধরনের স্থাপত্যকে ডাউনটাউন সার্কেল বলা হয়। নকশা অনুযায়ী শহরটি হবে এক হাজার ৮০৪ ফুট উচ্চতার এবং বৃত্তাকারে হবে ১.৮ কিলোমিটার।
বিশ্বের অন্যতম আধুনিক শহর দুবাই নিজেদের শহরায়ণের গতিবিধি অনেক দিন ধরেই পাল্টে ফেলছে। এবার নিচে কেবল পাঁচটি পিলার দিয়ে পুরো বৃত্তাকার ভবন নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে ওপরে।
ভবনের মধ্যে থাকবে অফিস থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, কমার্শিয়াল জায়গা, এমনকি বাসস্থানও। শহরের তাক লাগানো দৃশ্য এখান থেকে স্পষ্ট দেখা যাবে। অনুভব করা যাবে স্বচ্ছ আকাশ। দুবাইয়ে প্রায় সময় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের মতো থাকে।
প্রকৌশলীরা কাঠামোটি টেকসই করতে বিশেষ ব্যবস্থা নেবেন। এখানে সোলার হাইড্রোজেন প্রযুক্তির মাধ্যমে সৌরব্যবস্থায় পানিকে হাইড্রোজেনে রূপান্তর করা হবে। আর হাইড্রোজেন ভবন এবং শীতাতপ যন্ত্রের জ্বালানি হিসেবে কাজ ক করবে।
সূত্র: কালের কন্ঠ
আইএ/ ৯ অক্টোবর ২০২২