নীলফামারী

ডিসির মোবাইল নম্বর ক্লোন করে অর্থ আদায়ের চেষ্টা

নীলফামারী, ০৯ অক্টোবর – নীলফামারী জেলা প্রশাসকের (ডিসি) সরকারি মোবাইল ফোন নম্বর ক্লোন করে অর্থ আদায়ের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা প্রশাসকের কার্যালয়ের গোপনীয় শাখার সহকারী তিতুমীর চৌধুরী বাদী হয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

ক্লোন করা নম্বর থেকে ফোন করে জেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের কাছ থেকে অর্থ চাওয়া হয় বলে জানিয়েছেন জেলা প্রশাসক ইয়াসির আরেফীন।

তিনি বলেন, শনিবার (৮ অক্টোবর) আমি ঢাকায় একটি মিটিংয়ে ছিলাম। দুপুরের দিকে জেলা পরিষদ নির্বাচনের একজন প্রার্থী আমাকে কল দিয়ে জানান যে তাকে কল দিয়ে অর্থ চাওয়া হয়েছে। পরে আরও দুইজন প্রার্থীর সঙ্গে একই ঘটনা ঘটলে আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করি।

নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউপ বলেন, জেলা প্রশাসকের সরকারি ফোন নম্বর ক্লোন করে অর্থ আদায়ের চেষ্টা করার ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সূত্র: বাংলানিউজ
আইএ/ ০৯ অক্টোবর ২০২২

Back to top button