ক্রিকেট

মোস্তাফিজ এখন দলের বোঝা

ঢাকা, ০৯ অক্টোবর – মোস্তাফিজ কি এখন দলের বোঝা? এক সময় দলকে টানতেন এ বাঁহাতি পেসার। এখন যেন দল টেনে নিচ্ছে তাকে। গতকাল সুইং ও গতি দিয়ে প্রথম ওভারে পাকিস্তানের দুই ইনফর্ম ব্যাটসম্যানকে বেঁধে রাখেন তাসকিন আহমেদ। ওভার থেকে আসে মাত্র ১ রান।

দ্বিতীয় ওভারে অধিনায়ক সোহান বল তুলে দেন দলের ‘প্রধান পেসার’ মোস্তাফিজুর রহমানের হাতে। আলগা হয় বাঁধন।

মোস্তাফিজের তৃতীয় বল এক্সট্রা কভারের ওপর দিয়ে মেরে ম্যাচের প্রথম চার তুলে নেন বাবর। এক বল পর আবারও বাউন্ডারি, এবার পুল শটে। প্রথম ওভারেই ১০ রান দেন মোস্তাফিজ। মোস্তাফিজের হাতে বল তুলে দেয়া হয় পাওয়ার প্লে’র শেষ ওভারেও।

এ দফায় তিনি দেন ৯ রান। এদিন মার খেয়েছেন বাংলাদেশ দলের দুই পেসারই। ৪ ওভারের স্পেলে ৪২ রান দিলেও এক উইকেটের সান্ত্বনা আছে তরুণ পেসার হাসান মাহমুদের। কিন্তু মোস্তাফিজের পুরোটা হতাশার। ১৭তম ওভারে ১৬ রান দেন এ বাঁহাতি পেসার। আর ২০তম ওভারে আসে ১৩ রান। ইনিংস শেষে চার ওভারের স্পেলে ৪৮ রানে উইকেটশূন্য থাকেন তিনি। তার ২৪ বলের স্পেলে ডট ৬টি, বাউন্ডারি ৮টি (৭ চার ও ১ ছয়) এবং ২টি ওয়াইড।

এ নিয়ে চলতি বছরে খেলা ১১ টি-টোয়েন্টির ৫টিতেই উইকেটশূন্য থাকলেন মোস্তাফিজ। আর ইনিংসে দুইয়ের বেশি উইকেট পান না টানা ১৮ ম্যাচ। ২০১৯ সালে নিজের ৩৩তম আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পেয়েছিলেন ৫০তম উইকেট। পরের ৪০ ম্যাচে শিকার ৪৪। মোট ৭৩ ম্যাচে ৯৪ উইকেট। মোস্তাফিজ রানও দিচ্ছেন দেদারছে। জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি বাদ দিলে সর্বশেষ ৯ ম্যাচের কোনোটিতেই ওভারপ্রতি রান খরচ সাতের নিচে নামাতে পারেননি।

সূত্র: নতুন সময়
আইএ/ ০৯ অক্টোবর ২০২২

Back to top button