বান্দরবানে প্রবারণা পূর্ণিমা উৎসবে মেতেছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা
বান্দরবান, ০৯ অক্টোবর – বান্দরবানে ফানুস উড়িয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বত্য বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
শনিবার (৮ অক্টোবর) রাতে বান্দরবান জেলা সদর রাজার মাঠে প্রধান অতিথি হিসেবে আশ্বিনী পূর্ণিমা বা প্রবারণা পূর্ণিমার মাহা ওয়াগোয়াই পোয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
বীর বাহাদুর উশৈসিং বৌদ্ধ ধর্মাবলম্বীদের এ মহতী উৎসবের মাধ্যমে সকল ধর্মাবলম্বীদের মানুষের কল্যাণের জন্য প্রার্থনা করেন। তিনি ধর্মীয় উৎসবগুলো সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা চান। মন্ত্রী অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার কাজে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
এসময় অন্যান্যের মধ্যে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, বান্দরবান পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের প্রকল্প পরিচালক আব্দুল আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন।
সূত্র: বাংলা ট্রিবিউন
আইএ/ ০৯ অক্টোবর ২০২২