রসনা বিলাস
ঝটপট ব্যানানা ব্রেড
কলা অতিরিক্ত পেকে গেলে ফেলে না দিয়ে বানিয়ে ফেলতে পারেন মজাদার ব্রেড। স্বাস্থ্যকর ব্যানানা ব্রেড পছন্দ করবে শিশুরাও। জেনে নিন কীভাবে বানাবেন।
২ কাপ ময়দা, ১ চা চামচ বেকিং সোডা ও কোয়ার্টার চা চামচ লবণ একসঙ্গে মিশিয়ে নিন। আরেকটি বাটিতে আধা কাপ মাখন, দুটি ডিম ও স্বাদ মতো চিনি একসঙ্গে ফেটিয়ে নিন। ৪টি কলা ব্লেন্ড করে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ব্যাটার তৈরি করুন।
কেকের মোল্ডে মাখন ব্রাশ করে ব্রেডের ব্যাটার ঢেলে দিন। ৩৫০ ডিগ্রি প্রিট হিট ওভেনে ৬০ থেকে ৬৫ মিনিট বেক করুন।
আইএ