ইউরোপ

ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণ, যে নির্দেশ দিলেন পুতিন

মস্কো, ০৮ অক্টোবর – ক্রিমিয়ার সেতুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার ভোরে বিস্ফোরণের ঘটনা পুতিনকে জরুরিভাবে জানানোর পরই এ নির্দেশ দিলেন তিনি।

পুতিনের ঘনিষ্ঠ ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, ঘটনার তদন্তের জন্য একটি সরকারি কমিশন গঠনের নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। রাশিয়ার নিউজ এজেন্সি ইন্টারফেক্সকে পেসকভ বলেন, খতিয়ে দেখতে একটি সরকারি কমিশন গঠন করতে বলছেন তিনি। ওই কমিশনে থাকবেন ক্রিমিয়ার প্রধান, ন্যাশনাল গার্ড, ফেডারেল সিকিউরি সার্ভিস এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা।

তিনি আরও জানান, বিস্ফোরণের পরপরই পরিবহনমন্ত্রী সাভেলিভ এবং জরুরি পরিস্থিতি মন্ত্রী আলেক্সান্ডার কুরেনকভ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শনিবার ভোরের দিকে ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার একমাত্র সংযোগ স্থাপনকারী সেতুতে জ্বলানি ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে ব্রিজের ওপর দাউ দাউ করে ট্যাংকারটি জ্বলতে দেখা গেছে। বিস্ফোরণের অংশটি ধসে পড়েছে।

ইউক্রেনে রুশ বাহিনীর রশদ সরবরাহের প্রধান পথ হিসেবে কের্চ প্রণালীর ১৯ কিলোমিটার দীর্ঘ সেতুটি ব্যবহার করে আসছে মস্কো।

সূত্র: বাংলা ট্রিবিউন
এম ইউ/০৮ অক্টোবর ২০২২

Back to top button