ইউরোপ

আয়ারল্যান্ডে পেট্রোল স্টেশন বিস্ফোরণে নিহত ৭

ডাবলিন, ০৮ অক্টোবর – আয়ারল্যান্ডের উত্তরাঞ্চলীয় ডোনেগাল কাউন্টিতে একটি পেট্রোল স্টেশনে বিস্ফোরনের ঘটনায় কমপক্ষে সাতজন মারা গেছেন। শনিবার(৮ অক্টোবর) স্থানীয় পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

গার্দা সিয়োচানা পুলিশ জানায়, ক্রিসলাফ গ্রামে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে উদ্ধার কাজ চালানো হচ্ছে।

পুলিশ আরও জানায়, শুক্রবার(৭ অক্টোবর) তিনজনের মৃত্যু হয়। পরে ওই দিনগত রাতে আরও চারজনের মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা কিরন গ্যালাঘের জানান, তার বাড়ি ঘটনাস্থল থেকে প্রায় ১৫০ মিটার দূরে। বিস্ফোরণটিতে বোমার মতো শব্দ হয়েছিল।

সূত্র: বাংলানিউজ
এম ইউ/০৮ অক্টোবর ২০২২

Back to top button