চারজন লোক আমাকে হত্যার পরিকল্পনা করছে
ইসলামাবাদ, ০৮ অক্টোবর – তাকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে, এমনটাই অভিযোগ করলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। শুক্রবার তিনি দাবি করেন, চার ব্যক্তি তাকে হত্যা করার পরিকল্পনা করছে। যদি তার কিছু হয়, তবে গোটা দেশের সামনে ওই চারজনের নাম ফাঁস করে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন।
শুক্রবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মিয়ানওয়ালিতে একটি র্যালিতে অংশগ্রহণ করেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির নেতা ইমরান খান। সেখানেই তিনি অভিযোগ করেন যে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের নেতারা তার বিরুদ্ধে ধর্মনিন্দার অভিযোগ আনছেন ধর্মীয় হিংসা ছড়িয়ে দিতে এবং দেশের সাধারণ মানুষকে তার বিরুদ্ধে উসকে দিতে।
ইমরান খান বলেন, এর পিছনে অন্য খেলা রয়েছে। বন্ধ দরজার পিছনে চারজন আমাকে খুনের পরিকল্পনা করছে। ধর্মনিন্দার অভিযোগেই আমায় খুন করানোর চেষ্টা চলছে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি আমার কিছু হয়, তবে একটা ভিডিও প্রকাশ করা হবে যেখানে চারজন চক্রান্তকারীর নামই ফাঁস করে দেওয়া হবে।
ইমরানের আরও দাবি, যদি তিনি খুন হন, তবে বলা হবে যে ধর্মীয় নিন্দার কারণেই কোনও ধর্ম অন্ধ ব্যক্তি তাকে খুন করেছেন। তিনি খুন হলে, দেশ চক্রান্তকারীদের কখনও ক্ষমা করবে না বলে জানান তিনি।
উল্লেখ্য়, এই প্রথম নয়, এর আগেও প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান বলেছিলেন যে তার প্রাণহানির আশঙ্কা রয়েছে।
তার প্রতি হুমকির আলোকে, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও ইমরান খানের নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছিলেন। যার পরে খানকে নিরাপদ রাখতে খাইবার পাখতুনখাওয়া, ইসলামাবাদ, গিলগিট-বাল্টিস্তানের থেকে ২৫০ জনেরও বেশি নিরাপত্তা বাহিনীকে মোতায়েন করা হয়েছে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/০৮ অক্টোবর ২০২২