৩৭৪ কেজি ইলিশ জব্দ
ঢাকা, ৮ অক্টোবর – ইলিশ মাছের নিরাপদ প্রজননের লক্ষ্যে সারা দেশে ইলিশ মাছ ধরায় গতকাল শুক্রবার থেকে শুরু হওয়া সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা চলছে। এই ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময় নিষিদ্ধ থাকবে। এদিকে গতকাল শুক্রবার দেশের তিন জেলায় অভিযান চালিয়ে ৩৭৪ কেজি ইলিশ মাছ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। দুই জেলায় পাঁচ জেলেকে জরিমানা করা হয়।
বরগুনায় সাত জেলেকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
লক্ষ্মীপুরে ১৪০ কেজি ইলিশ গেল এতিমখানায় : লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ বাজারে অভিযান চালিয়ে ১৪০ কেজি ইলিশ মাছ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় এক মাছ ব্যবসায়ীকে জরিমানা করা হয়। ইলিশগুলো স্থানীয় তিনটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
গতকাল শুক্রবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুল সালেহীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সারোয়ার জামান বলেন, ‘নিষেধাজ্ঞা অমান্য করে ভবানীগঞ্জ বাজারে দুই মাছ ব্যবসায়ী ইলিশ বিক্রি করছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় একজন পালিয়ে যান। আরেকজনের কাছ থেকে ১৪০ কেজি ইলিশ জব্দ করা হয়।
নোয়াখালীতে তিন মণ ইলিশ জব্দ : নোয়াখালীতে গতকাল শুক্রবার তিন মণ ইলিশ মাছ জব্দ করা হয়েছে। এ ছাড়া চারজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সকালে সদর উপজেলার সোনাপুর বাজারে অভিযান চালিয়ে দুই মণ ইলিশ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এদিকে জেলার হাতিয়ায় গতকাল সকালে এক মণ ইলিশসহ চারজনকে আটক করেছে নৌ পুলিশ। ভ্রাম্যমাণ আদালতে তাঁদের প্রত্যেককে চার হাজার টাকা করে জরিমানা করেন। জব্দ করা মাছগুলো স্থানীয় এতিমখানায় দিয়ে দেওয়া হয়।
বরগুনায় সাত জেলেকে কারাদণ্ড : বরগুনার তালতলী ও বেতাগীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরতে যাওয়ার অপরাধে সাত জেলেকে গতকাল শুক্রবার এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ফরিদপুরে ১১৪ কেজি ইলিশ জব্দ : ফরিদপুরের সদরপুর উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে ১১৪ কেজি ইলিশ মাছ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। ইলিশগুলো উপজেলার বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।
গতকাল শুক্রবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার এ অভিযান পরিচালনা করেন।
সূত্র: কালের কন্ঠ
আইএ/ ৮ অক্টোবর ২০২২