উত্তর আমেরিকা

জরুরি অবস্থা ঘোষণা করলেন নিউইয়র্কের মেয়র

নিউইয়র্ক, ৮ অক্টোবর – যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে ‘জরুরি অবস্থা’ ঘোষণা করা হয়েছে। গত কয়েক মাসে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত থেকে শহরটিতে হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী বাস করার জন্য আসার পর শুক্রবার জরুরি অবস্থা ঘোষণা করা হলো।

নিউইয়র্ক সিটি মেয়র এরিক এডামস বলেছেন, অভিবাসীদের জোয়ার থামাতে এক বিলিয়ন ডলার খরচ করা হবে।

বেআইনি পথে মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রের টেক্সাস এবং আরিজোনা স্টেটে ঢুকে পড়া হাজার হাজার অভিবাসীকে সাম্প্রতিক মাসগুলোতে বাসযোগে ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক সিটি ও শিকাগোতে পাঠিয়ে দেওয়ায় গত মাসেই সংকট ঘনিভূত হচ্ছিল।

সামাজিক নিরাপত্তা বিঘ্নিত হওয়া এবং আর্থিক সংকট দেখা দেওয়ার ফলে পরিস্থিতি মোকাবেলায় বাইডেন প্রশাসনের কাছে গত জুলাইয়ে ন্যাশনাল গার্ড এবং অর্থ সহায়তা চেয়েছিলেন ওয়াশিংটনের মেয়র। পরে ওয়াশিংটনে জরুরি অবস্থা জারি করা হয়।

নিউইয়র্কের সিটি মেয়র এরিক এডামস পরিস্থিতি সামলাতে হোয়াইট হাউসের সহায়তা গত মাসেই চেয়েছেন। একপর্যায়ে গতকাল শুক্রবার জরুরি অবস্থা ঘোষণা করলেন।

সূত্র: কালের কন্ঠ
আইএ/ ৮ অক্টোবর ২০২২

Back to top button