বিচিত্রতা

ফুলদানির দাম ৯২ কোটি টাকা

নিলামে একটি চাইনিজ ফুলদানি প্রায় ৮৮ লাখ মার্কিন ডলার বিক্রি হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় ৯২ কোটি টাকার বেশি। নীল-সাদা রঙের ফুলদানিটি ফ্রান্সে নিলামে তোলে নিলাম সংস্থা ‘ওজেনাট অকশন হাউস।’

দেড় হাজার থেকে দুই হাজার ইউরোতে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ লাখ টাকা) বিক্রির আশায় নিলামে তোলা হয়েছিল বলে জানান ওজেনাট অকশন হাউসে কর্ণধার জ্যাঁ পিয়ের ওজেনাট।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, দাদির কাছ থেকে ফুলদানিটি পেয়েছিলেন ওই ব্যক্তি। ওই ব্যক্তির দাদির কাছে ফুলদানিটি ৩০ বছর ছিল। নিলামে তোলার আগে ফুলদানিটি যখন প্রদর্শনীতে ছিল তখনই অনেকে এর বিষয়ে আগ্রহ দেখিয়েছিলেন।

শুরুতে ৩০০ থেকে ৪০০ জন ফুলদানিটির বিষয়ে আগ্রহ দেখিয়েছিলেন। তবে নিলামে মাত্র ৩০ জনকেই অংশ নিতে দেওয়া হয়েছিল। নিলামে অংশ নেওয়া ৩০ জনের মধ্যে ১০ জনের কোনো দাম বলার আগেই এর দাম ৫০ লাখ ইউরো ছাড়িয়ে যায়। শেষ পর্যন্ত ফুলদানিটির দাম ৮৮ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়।

এম ইউ

Back to top button