উত্তর আমেরিকা

যুক্তরাষ্ট্রে গিয়ে আশ্রয় চাইলেন ২ রুশ নাগরিক

ওয়াশিংটন, ০৭ অক্টোবর – যুক্তরাষ্ট্রের আলাস্কায় গিয়ে আশ্রয় চেয়েছেন দুই রুশ নাগরিক। দুই মার্কিন সিনেটর বৃহস্পতিবার এ তথ্য জানান।

আলাস্কার দুই সিনেটর লিসা মুকাউস্কি এবং ড্যান সুলিভান জানান, রাশিয়ার মূল ভূখণ্ড থেকে ৮০ কিলোমিটার দূরে অবস্থিত ছোট দ্বীপ গেমবেলে পাড়ি জমান ওই দুই রুশ নাগরিক। খবর আনাদোলুর।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সেনা সমাবেশের ঘোষণার পর থেকে রুশ নাগরিকদের অনেকেই দেশ ছেড়ে পালাতে শুরু করেন।

এই দুই রুশ নাগরিকের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে বলে জানান দুই মার্কিন সিনেটর।

এভাবে যাতে রুশ নাগরিকদের ঢল না নামে এ জন্য সীমান্তে এবং সমুদ্রে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট ও কোস্টগার্ডকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন আলাস্কার এ দুই সিনেটর।

মার্কিন সিনেটররা আরও বলেন, এ ঘটনায় এটাই প্রমাণিত হয়েছে যে, রুশ নাগরিকরা ইউক্রেনের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধে অংশ নিতে চান না।

সূত্র: যুগান্তর
আইএ/ ০৭ অক্টোবর ২০২২

Back to top button