মিরাজ এনে দিলেন প্রথম উইকেট
ওয়েলিংটন, ০৭ অক্টোবর – মেহেদী হাসান মিরাজের টি-টোয়েন্টি দলে ফেরাটা ওপেনার হিসেবে। তবে বাংলাদেশ দলকে তিনি যে ভূমিকায় শুরু থেকে বেশি সার্ভিস দিয়ে আসছিলেন, সেই বোলিংয়েও আলো ছড়িয়ে যাচ্ছেন। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশকে তিনিই প্রথম উইকেট এনে দিয়েছেন। বাবর আজমকে আউট করেছেন মিরাজ।
আজ (শুক্রবার) ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজে এই ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামা পাকিস্তানের স্কোর ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৭১ রান।
পাওয়ার প্লেতে সাফল্য নেই বাংলাদেশের
সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে পাকিস্তানের ওপেনিং জুটি দুর্দান্ত। তারই ধারাবাহিকতা দেখা গেলো বাংলাদেশের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে। ওপেনিংয়ে দারুণ শুরু এনে দিয়েছেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। তাদের চমৎকার ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে কোনও উইকেট পায়নি বাংলাদেশ।
টস করলেন সোহান, একাদশে নেই সাকিব
নিউজিল্যান্ডের ত্রিদেশীয় সিরিজের শুরুতেই অন্যরকম দৃশ্য বাংলাদেশ দলে! টি-টোয়েন্টির নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচের একাদশে নেই। তার জায়গায় বাবর আজমের সঙ্গে টস করলেন নুরুল হাসান সোহান। তিনি টস জেতায় শুরুতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ।
আজ (শুক্রবার) ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ। এই সিরিজের অফিসিয়াল ফটোসেশনে অনুপস্থিত ছিলেন নিয়মিত অধিনায়ক সাকিব। তার জায়গায় নিউজিল্যান্ড ও পাকিস্তানের অধিনায়কের সঙ্গে ফটোসেশন করেছিলেন সাকিবের ডেপুটি সোহান। ম্যাচেও টস করলেন এই উইকেটকিপার ব্যাটার। ভিসাসংক্রান্ত জটিলতায় সাকিবের নিউজিল্যান্ড পৌঁছাতে দেরি হয়েছে। ম্যাচেও সম্ভবত সেটির প্রভাব পড়েছে।
সাকিব না থাকায় একাদশে জায়গা পেয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। বোলিং আক্রমণে তার সঙ্গে আছেন তিন পেসার-তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান। ব্যাটিংয়ে ওপেনিংয়ে যথারীতি সাব্বির রহমান ও মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশ একাদশ: সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, আফিফ হোসেন, ইয়াসির আলী, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটকিপার), তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ।
পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, হায়দার আলী, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, হারিস রউফ, শাহনেওয়াজ দাহানি।
সূত্র: বাংলা ট্রিবিউন
আইএ/ ০৭ অক্টোবর ২০২২