জাতীয়
রাজধানীর কিং ফিশার বারে ডিবির অভিযান বিদেশিসহ আটক ৬৮
ঢাকা, ০৭ অক্টোবর – রাজধানীর উত্তরায় কিংফিশার বারে অভিযান চালিয়ে ৬৮ জন মাদকসেবী ও কর্মচারীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগ। এ সময় এক পিকআপ ভর্তি মদ, বিয়ার ও বিভিন্ন মাদক জব্দ করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার রাত ১২টা থেকে ১৩ নম্বর সেক্টরের কিং ফিশার নামক ওই বারে অভিযান চালায় ডিবি।
উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মোহসীন বলেন, আটককৃতদের যাচাই-বাছাই করে তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।
অভিযানে থাকা ডিবির এক কর্মকর্তা জানান, কিংফিশার বারে কোনো অনুমতি ছিলো না। অবৈধভাবে বারটি পরিচালিত হচ্ছিল। এখানে রাতভর চলে মাদকের আড্ডা। চলতো অসামাজিক কার্যকলাপও। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে বারটিতে অভিযান চালানো হয়।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৭ অক্টোবর ২০২২