ক্রিকেট

ত্রিদেশীয় সিরিজে শুক্রবার মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান

ওয়েলিংটন, ০৬ অক্টোবর – অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে শুক্রবার মাঠে নামছে বাংলাদেশ। ক্রাইস্টচার্চে বাংলাদেশ সময় সকাল আটটায় মাঠে নামবে দুই দল। নিউজিল্যান্ডের কঠিন কন্ডিশনে বাংলাদেশ শিবিরে ভালো খেলার প্রত্যয় থাকলেও সাম্প্রতিক পারফরম্যান্স আশা দেখাচ্ছে না।

শুক্রবারের ম্যাচের আগে পুরো দল একবেলা অনুশীলন করতে পারেনি। অধিনায়ক সাকিব আল হাসান দলের সঙ্গে যোগ দিয়েছেন স্থানীয় সময় বৃহস্পতিবার বিকালে। স্থানীয় সময় শুক্রবার দুপুরে ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ দল। ফলে দলের সঙ্গে অনুশীলন তো দূরে থাক, দল নিয়ে কোনও আলোচনায়ও ছিলেন না তিনি। হয়তো বৃহস্পতিবার দলে যোগ দিয়ে সর্বশেষ মিটিংয়ে যোগ দিয়েছেন সাকিব। এতকিছুর পর মাঠের ক্রিকেটে সাকিব নিজের সেরা দিয়ে দলকে এগিয়ে নিয়ে যাবেন এমন প্রত্যাশাই করছে ক্রিকেটপ্রেমীরা।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচে পরিসংখ্যানে অনেক পিছিয়ে বাংলাদেশ। সর্বমোট ১৬ ম্যাচ খেলে বাংলাদেশ পাকিস্তানকে মাত্র দুই ম্যাচ হারাতে পেরেছে। গত ছয় বছরে ছয়টি টি-টোয়েন্টি ম্যাচের ৬টিতেই বেশ ভালো ব্যবধানে বাংলাদেশকে হারিয়েছে পাকিস্তান। এছাড়া বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেটে সাম্প্রতিক সফলতা বলতে, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি ম্যাচে জয়। মিরাজ অবশ্য বলে গেছেন জয়-পরাজয় ছাপিয়ে প্রসেস অনুযায়ী ক্রিকেট খেলার দিকেই তাদের মনোযোগ থাকবে।

ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ভিডিও বার্তায় বলেছেন, ‘ফলাফল তো আমাদের হাতে নেই। আমরা ভালো ক্রিকেট খেলতে পারি। সাকিব ভাই আজ আমাদের সঙ্গে জয়েন করেছেন, এটা আমাদের জন্য অন্য বড় সুবিধা। কারণ সর্বশেষ সিরিজে সাকিব ভাই ছিলেন না। এখন আমাদের পরিপূর্ণ দল হয়েছে। আমরা সবাই একসঙ্গে অনুশীলন করে মাঠে নামতে পারবো।’

আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপ থেকে ওপেনিং পজিশনে মেহেদী হাসান ও সাব্বির রহমানকে দিয়ে চেষ্টা চালানো হচ্ছে। ত্রিদেশীয় সিরিজেও একই পরিকল্পনা টিম ম্যানেজমেন্টের। মিরাজ কিছুটা সফল হলেও সাব্বির পারেননি। ওপেনিংয়ে ব্যাটিং করা নিয়ে মিরাজ বলেছেন, ‘যেহেতু আমি ওপেনিংয়ে একটা সুযোগ পেয়েছি, চেষ্টা করছি ভালো ক্রিকেট খেলার জন্য এবং আমি উপভোগ করছি। সবাই আমাকে সাপোর্ট করছে, এই জিনিসটা ভালো লাগছে। আমি নিজেও অনেক আত্মবিশ্বাসী। এখন শুধু মাঠে ভালো ক্রিকেট খেলার অপেক্ষায়।’

নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলা হচ্ছে মূলত বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে। এখানে ত্রিদেশীয় সিরিজ শেষ করেই বাংলাদেশ দল চলে যাবে অস্ট্রেলিয়ায়। ত্রিদেশীয় সিরিজ নিয়ে অফস্পিনিং এই অলরাউন্ডার বলেছেন, ‘বিশ্বকাপের আগে এরকম ত্রিদেশীয় সিরিজ আমাদের দলকে অনেক উজ্জীবিত করবে। পাকিস্তান বিশ্বকাপে ভালো করেছে, এশিয়া কাপেও ভালো ক্রিকেট খেলেছে এবং নিউজিল্যান্ডের মাটিতে খেলব। আশা করি, বড় দুটি দলের সঙ্গে আমাদের আত্মবিশ্বাস ভালো থাকবে, যদি আমরা এখানে ভালো ক্রিকেট খেলতে পারি। আমরা যদি এখানে ভালো পারফর্ম করতে পারি, বিশ্বকাপে গিয়ে অনেক বেশি ভালো ক্রিকেট খেলতে পারব আশা করি।’

সূত্র: বাংলা ট্রিবিউন
আইএ/ ০৬ অক্টোবর ২০২২

Back to top button