জাপোরিঝিয়ায় মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া
কিয়েভ, ০৬ অক্টোবর – জাপোরিঝিয়ায় স্থানীয় সময় ভোরে কয়েকটি মিসাইল ছুড়েছে রুশ সেনারা। এরপর আরেক দফায় মিসাইল হামলা চালিয়েছে তারা বলে জানিয়েছে ইউক্রেনের কর্মকর্তারা। আজ বৃহস্পতিবার এ হমলার ঘটনা ঘটে। এ হামলায় একজন নিহত হন। আহত হন সাতজন। যার মধ্যে একজন শিশুও রয়েছে।
ওলেক্সান্ডার স্তারুখ নামে একজন কর্মকর্তা মিসাইল হামলার ব্যাপারে টেলিগ্রামে লিখেছেন, ‘অ্যাটেনশন! শত্রুরা আরেকটি মিসাইল ছুড়েছে। নিরাপদ আশ্রয়ে থাকুন।’
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেন, ‘ভোরে প্রথম দফায় সাতটি মিসাইল ছোড়া হয়।’
টুইটে ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রী লিখেন, ‘আতঙ্ক তৈরি করতে রাশিয়া ইচ্ছাকৃতভাবে বেসামরিকদের ওপর হামলা চালাচ্ছে। রাশিয়ার সন্ত্রাসীদের অবশ্যই থামাতে হবে- অস্ত্রের মাধ্যমে, নিষেধাজ্ঞা এবং পুরোপুরি বিচ্ছিন্ন করে দেওয়ার মাধ্যমে।’
ইউক্রেনীয় কর্মকর্তা ওলেক্সান্ডার স্তারুখ প্রথমে জানান, মিসাইল হামলায় দুইজন নারী নিহত হয়েছেন। পরবর্তীকালে তিনি বিষয়টি সংশোধন করে জানান, হামলায় একজন নারী নিহত হয়েছেন। অপর নারী বেঁচে গেছেন।
সূত্র: আমাদের সময়
এম ইউ/০৬ অক্টোবর ২০২২