জাতীয়

বাড়িছাড়া ৪ যুবকসহ ‘জঙ্গি সম্পৃক্ততা’য় ৭ জন গ্রেফতার

ঢাকা, ৬ অক্টোবর – জঙ্গি সম্পৃক্ততায় কুমিল্লাসহ দেশের অন্যান্য অঞ্চল থেকে বাড়ি ছেড়ে যাওয়া চারজনসহ মোট ৭ জনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।
বুধবার রাত পর্যন্ত ঢাকার আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি জানান, জঙ্গি সম্পৃক্ততায় কুমিল্লাসহ দেশের অন্যান্য অঞ্চল থেকে বাড়ি ছেড়েছিল বেশ কয়েকজন। এসব ঘটনায় র‍্যাব নজরদারি বাড়িয়ে তাদের অবস্থান শনাক্ত করে। বুধবার রাত পর্যন্ত অভিযান চালিয়ে ঢাকার আশপাশের এলাকা থেকে মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে বৃহস্পতিবার বেলা ১১ টা ৪৫মিনিটে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও উল্লেখ করেন খন্দকার আল মঈন।

সূত্র: ডেইলি বাংলাদেশ
আইএ/ ৬ অক্টোবর ২০২২

Back to top button