ফুটবল

দর্শনীয় গোলে ইতিহাস গড়লেন মেসি

লিসবন, ৬ অক্টোবর – উয়েফা চ্যাম্পিয়নস লিগের ‘এইচ’ গ্রুপের ম্যাচে বুধবার দিবাগত রাতে মুখোমুখি হয়েছিল বেনফিকা ও পিএসজি। বেনফিকার ঘরের মাঠে পিএসজি অবশ্য জিততে পারেনি, ম্যাচটি ড্র হয়েছে ১-১ ব্যবধানে। এই ম্যাচে গোল করে নতুন রেকর্ড গড়েছেন পিএসজির আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।

ম্যাচের ২২তম মিনিটে নেইমারের পাসে নিজের ট্রেডমার্ক শটে গোল করেন মেসি।

দৃষ্টিনন্দন এই গোলটির মাধ্যমে এক মাইলফলক ছুঁয়ে ফেলেছেন মেসি। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে চ্যাম্পিয়নস লিগে ৪০টি ভিন্ন ক্লাবের বিপক্ষে গোল করলেন তিনি। মেসির পর দ্বিতীয় স্থানে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। চ্যাম্পিয়নস লিগে ৩৮টি ক্লাবের বিপক্ষে গোল করার কীর্তি আছে সিআরসেভেনের।
সবমিলিয়ে চ্যাম্পিয়নস লিগে মেসির গোলসংখ্যা হলো ১২৭টি। এদিকে পিএসজির সঙ্গে ড্রয়ের ফলে আসরের নকআউট পর্বে উঠার দৌড়ে বেশ ভালোভাবেই আছে বেনফিকা। তিন ম্যাচ শেষে বেনফিকার পয়েন্ট পিএসজির সমান। দুদলেরই ৭ পয়েন্ট। ৩ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে জুভেন্টাস। ম্যাকাবি হাইফার কোনো পয়েন্ট নেই।

সূত্র: কালের কন্ঠ
আইএ/ ৬ অক্টোবর ২০২২

Back to top button