পশ্চিমবঙ্গ

বিশ্বের সবচেয়ে ছোট দুর্গা দেখা গেল কলকাতায়

কলকাতা, ৬ অক্টোবর – কয়েক বছর আগে দুর্গাপূজায় ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাবাসী বিস্মিত হয়ে দেখেছিল বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা। করোনাভাইরাস পরবর্তী পূজায় এবার নতুন করে আশ্চর্য হলো শহরটির বাসিন্দারা।

বিশ্বের সবচেয়ে ছোট দুর্গা প্রতিমা নিয়ে হাজির হলো আদি দক্ষিণ কলিকাতা বারোয়ারি সমিতি।

নদিয়ার শিল্পী মানিক দেবনাথের সৃষ্টি এরই মধ্যে বিশ্বের সবচেয়ে ছোট দুর্গা প্রতিমার স্বীকৃতি অর্জন করেছে।

প্রায় আড়াই দশক ধরে তিনি মিনিয়েচারধর্মী কাজের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত।
রাতের পর রাত জেগে তৈরি করেন মসুর ডালের ওপর সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রতিকৃতি কিংবা হাফ মিলিমিটার মাপের জাতীয় পতাকার ত্রিমাত্রিক অবয়বের মতো হরেক শিল্প।

এতো বছর শিল্প সাধনায় মগ্ন থাকা বা ভারতের সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায়ের প্রশংসা সূচক চিঠি পাওয়ার পরেও তিনি থেকে যান লোকচক্ষুর অন্তরালেই।

কিছু দিন আগে প্রকাশ্যে আসেন কিউরেটর তৈয়ব-উল-ইসলামের আয়োজনে রাশিয়ান সেন্টারে একটি প্রদর্শনীতে।

এ বছর কলকাতার আদি দক্ষিণ কলিকাতা বারোয়ারি সমিতির পূজায় ছোটদুর্গা দেখতে মানুষের ঢল আছড়ে পড়েছে। মাত্র আধ ইঞ্চি মাপের দুর্গা প্রতিমার সঙ্গে রয়েছে খুদে লক্ষ্মী, স্বরস্বতী, কার্তিক এবং গণেশ। সনাতন ধর্মাবলম্বীদের প্রত্যেক দেবদেবীর বাহনে পর্যন্ত রয়েছে অতি নিখুঁত কারুকাজ।

ত্রিমাত্রিক এই মূর্তিটি নির্মাণ করা হয়েছে মিশ্র মাধ্যমে, যার অধিকাংশ জুড়ে রয়েছে রং ও আঠা। বিশ্বের সবচেয়ে ছোট এই দুর্গা প্রতিমার ছবি এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

সূত্র: কালের কন্ঠ
আইএ/ ৬ অক্টোবর ২০২২

Back to top button