পশ্চিমবঙ্গ

জামিনের আবেদন করলেন না পার্থ, ১৯ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ

কলকাতা, ৬ অক্টোবর – তিনি চুপ করে রইলেন, সব শুনলেন, বুঝলেন, কিন্তু জামিন আবেদন করলেন না। তা দেখে হতবাক অনেকেই। তারপর ধীরে ধীরে জেলের পথে পা বাড়ালেন। হ্যাঁ, তিনি পার্থ চট্টোপাধ্যায়। এবার আর আদালতে জামিনের আবেদনই করলেন না।

শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তাকে। তারপর জামিন চেয়ে তার কান্নাকাটি। শারীরিক অসুস্থতার কথা বলেও মেলেনি জামিন। আর এবার নিজেই চুপ করে থাকলেন জামিনের বিষয়ে।

এসএসসি মামলায় গ্রেফতার হওয়া পার্থ চট্টোপাধ্যায়ের শুনানি বুধবার দুপুরে ছিল বিশেষ আদালতে। এদিন আদালতে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন পার্থ। সেখানে আগামী ১৯ অক্টোবর পর্যন্ত পার্থকে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। একই মামলায় অভিযুক্ত শান্তিপ্রসাদ সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য এবং অশোক কুমার সাহারও শুনানি ছিল। প্রত্যেকেরই ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। তবে এই চারজনই জামিনের আবেদন করেছিলেন। শুধু পার্থ করেননি।

সূত্র: বিডি প্রতিদিন
আইএ/ ৬ অক্টোবর ২০২২

Back to top button