পশ্চিমবঙ্গ

পশ্চিমবঙ্গে প্রতিমা বিসর্জনকালে পানিতে ডুবে ৭ জনের মৃত্যু

কলকাতা, ০৬ অক্টোবর – দুর্গাপূজার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে সাতজন নিহত হয়েছেন। নিখোঁজ হয়েছেন আরও অনেকে। বুধবার (৫ অক্টোবর) রাত ৯টার দিকে জলপাইগুড়ির মালবাজারে এ দুর্ঘটনা ঘটে।

ভারতের গণমাধ্যমগুলো জনিয়েছে, মালবাজারের মাল নদীতে প্রতিমা বিসর্জন দিতে অনেক মানুষের সামগম ঘটে। রাতে হঠাৎ পানির স্রোতে ভেসে যান অনেকে। এতে প্রাথমিকভাবে সাতজনের মৃত্যু খবর পাওয়া যায়। এখনো নিখোঁজ রয়েছেন অনেকে। এছাড়া মাঝ নদীতের চরে আটকে রয়েছেন আরও অনেক মানুষ।

পাহাড় থেকে নেমে আসা পানিতে এ দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী এবং পুলিশ। মরদেহ ও চরে আটক পড়া মানুষদের উদ্ধার ও নিখোঁজদের সন্ধানে কাজ করছেন তারা।

সূত্র: জাগোনিউজ
আইএ/ ০৬ অক্টোবর ২০২২

Back to top button