ইউরোপ

সরকারি অফিসে গরম পানি সরবরাহ বন্ধ করবে ফ্রান্স

প্যারিস, ০৫ অক্টোবর – ফ্রান্সের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি ভবনের টয়লেটে গরম পানি সরবরাহ বন্ধ করে দেবে তারা। তাছাড়া পাবলিক সুইমিং পুলগুলোতে পানির তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াসে কমিয়ে আনা হবে। বিদ্যুৎ বাঁচাতেই এসব উদ্যোগ নিতে যাচ্ছে ফ্রান্সের সরকার।

শীতে গ্যাসের ঘাটতি ও লোডশেডিং এড়াতে বৃহস্পতিবার সেক্টর টু সেক্টরে জ্বালানির ব্যবহার কমানোর পরিকল্পনার কথা ঘোষণা দেবেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ।

জ্বালানির মূল্য বৃদ্ধি এবং রাশিয়া গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ায় কলকারখানা, বাসা-বাড়ি এবং মিউনিসিপ্যাল কর্তৃপক্ষকে ১০ ভাগ জ্বালানি সাশ্রয়ের আহ্বান জানিয়েছে ফ্রান্সের সরকার।

ফরাসি গণমাধ্যম লে পারিসিয়েন একটি প্রতিবেদনে জানিয়েছে, ফ্রান্সের সরকারি খাতে যে পরিমাণ বিদ্যুৎ খরচ হয় ও যে পরিমাণ বিল দিতে হয় তার ১০ ভাগই সরকারি ভবনগুলোতে গরম পানি সরবরাহ করতে দেওয়া লাগে।

সূত্র: যুগান্তর
আইএ/ ০৫ অক্টোবর ২০২২

Back to top button