মধ্যপ্রাচ্য

ইরানে ভূমিকম্পে আহত ৫ শতাধিক

তেহরান, ০৫ অক্টোবর – ইরানের উত্তরপূর্বাঞ্চলের প্রদেশ উত্তর আজারবাইজানে ৫.৪ মাত্রার ভূমিকম্পের আঘাতে ৫০০-র বেশি মানুষ আহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আহতদের অবস্থা তেমন গুরুতর না।

উত্তর আজারবাইজানের গভর্নর মোহাম্মদ সাদেক মোতামেদিয়ান রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেছেন, উত্তর আজারবাইজানের ১০ কি.মি গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। এতে ৫২৮ জন মানুষ আহত হয়েছেন। যাদের ১৩৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, ভূমিকম্প ও এর পরবর্তী কম্পনে ১২টি গ্রামের ৫০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে ৫০টি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে ক্ষতিগ্রস্ত দোকান ও ধ্বংসপ্রাপ্ত বাড়িগুলো দেখা যায়।
জাতীয় জরুরি পরিষেবা বিভাগের মুখপাত্র মোজতাবা খালেদি বলেছেন, সালামোস ও খোয়ের কিছু গ্রামের বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। যেটি ভূমিকম্পের কেন্দ্রের কাছে অবস্থিত।

এদিকে ইরান বেশ কিছু বড় গঠনাত্মক প্লেটের কাছে অবস্থিত। ফলে তারা প্রায়ই ভূমিকম্পের শিকার হয়।

ইরানের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পের ঘটনা ঘটে ১৯৯০ সালে। সেবার ৭.৪ মাত্রার কম্পনে কেঁপে ওঠেছিল দেশটি। এতে ৪০ হাজার মানুষ প্রাণ হারান এবং ৩ লাখ মানুষ বাস্তুহারা হয়ে যান।

২০০৩ সালে কাঁদামাটির শহর বামে ৬.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে গ্রামটি পুরোপুরি ধসে যায়। ওই সময় প্রাণ হারান ৩১ হাজার মানুষ।

সূত্র: যুগান্তর
আইএ/ ০৫ অক্টোবর ২০২২

Back to top button