জাতীয়

গ্রিডের ত্রুটি খুঁজতে পিজিসিবির তদন্ত কমিটি

ঢাকা, ০৪ অক্টোবর – গ্রিডের ত্রুটির কারণে দেশের একটি বড় অংশে মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর থেকে বিদ্যুৎ ছিল না। এ ঘটনায় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) একটি তদন্ত কমিটি করেছে।

এ বিষয়ে পিজিসিবির মুখপাত্র এ বি এম বদরুদ্দোজা খান জানান, পিজিসিবির নির্বাহী পরিচালক (পিঅ্যান্ডই) মো. ইয়াকুব ইলাহীকে প্রধান করে পাঁচ সদস্যের এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এর আগে আজ বিকেলে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ দুটি তদন্ত কমিটি করার নির্দেশ দেন।

প্রতিমন্ত্রী বলেন, এই ঘটনা তদন্তে বিদ্যুৎ বিভাগের একটি এবং তৃতীয় পক্ষের একটি কমিটি বিভ্রাটের কারণ খুঁজে বের করতে কাজ করবে। তিনি বলেন, পিজিসিবি এবং বিদ্যুৎ বিভাগ পৃথকভাবে তদন্ত কমিটি গঠন করবে। বিদ্যুৎ বিভাগ, সঞ্চালন, উৎপাদন এবং বিতরণ কোম্পানির প্রতিনিধিরাও তদন্ত কমিটিতে থাকবেন।

এর আগে মঙ্গলবার বেলা ২টা ৪ মিনিটে গ্রিডে বিপর্যয় ঘটলে পূর্বাঞ্চলীয় গ্রিডের সঙ্গে যুক্ত বিদ্যুৎ কেন্দ্রগুলোর অধিকাংশ বন্ধ হয়ে যায়। এতে দেশের অর্ধেক এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। তবে এখন পর্যন্ত গ্রিডে বিপর্যয়ের কারণ জানা যায়নি।

সূত্র: বাংলা ট্রিবিউন
আইএ/ ০৪ অক্টোবর ২০২২

Back to top button