জাতীয়

প্রধানমন্ত্রী আগামী মাসে জাপান সফর করবেন : মোমেন

ঢাকা, ০৪ অক্টোবর – জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে নভেম্বরের শেষদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টোকিও সফরে যেতে পারেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

যুক্তরাষ্ট্র ও জাপান সফর শেষে দেশে ফেরার পর মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গিয়েছিলেন মোমেন। সেখান থেকে জাপানে যান দেশটির প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের শেষকৃত্যে যোগ দিতে।

মোমেন বলেন, জাপান সরকার সেদেশে সফরের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছে। আগামী মাসের শেষের দিকে তিনি জাপান সফর করবেন বলে আমরা আশা করছি। পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৯ সালের মে মাসে সবশেষ জাপান সফর করেছিলেন।

সূত্র: জাগোনিউজ
আইএ/ ০৪ অক্টোবর ২০২২

Back to top button