জাতীয়

ঢাকার অন্ধকার এলাকার পূজামণ্ডপে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ

ঢাকা, ০৪ অক্টোবর – জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে রাজধানী ঢাকার বিরাট এলাকা অন্ধকারে রয়েছে। ফলে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ বাহিনীর সব সদস্যকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপির কমিশনার মোহা. শফিকুল ইসলাম আজ মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, পূজামণ্ডপগুলোতে বাড়তি সতর্কতার নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় গ্রিডের একটি সঞ্চালন লাইনে বিভ্রাট দেখা দেওয়ায় ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহসহ দেশের বড় এলাকা বিদ্যুৎহীন মঙ্গলবার দুপুর থেকে।

ঢাকার বিভিন্ন বাণিজ্যিক ও বহুতল ভবনে জেনারেটর থাকলেও দীর্ঘ সময় চলতে গিয়ে ডিজেল ফুরিয়ে যাওয়ায় সন্ধার পর ঢাকার অনেক এলাকায়ই অন্ধকার নেমে এসেছে। এর মধ্যেই ঢাকা মহানগরে ২৪২টি পূজা মণ্ডপে চলছে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা।

মঙ্গলবার বেলা ২টা ৪ মিনিটে জাতীয় গ্রিডে বিপর্যয় ঘটলে পূর্বাঞ্চলীয় গ্রিডের সঙ্গে যুক্ত বিদ্যুৎ কেন্দ্রগুলোর অধিকাংশ বন্ধ হয়ে যায়। এতে দেশের অর্ধেক এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। তবে গ্রিডে বিপর্যয়ের কারণ জানা যায়নি৷ শেষ খবর পাওয়া পর্যন্ত ঘোড়াশাল, টঙ্গীসহ কয়েকটি বিদ্যুৎকেন্দ্র চালু হয়েছে৷ ঢাকার কিছু এলাকাসহ দেশের সীমিত এলাকায় বিকেল থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।

জাতীয় গ্রিডে বিপর্যয় তদন্তে বিদ্যুৎ বিভাগকে দুটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

এ ছাড়া মঙ্গলবার রাতের মধ্যেই সারা দেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ার আশাবাদ ব্যক্ত করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

সূত্র: সমকাল
এম ইউ/০৪ অক্টোবর ২০২২

Back to top button