ব্যবসা

বুধবার পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে

ঢাকা, ৪ অক্টোবর – শারদীয় দূর্গাপুজা উপলক্ষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বুধবার লেনদেনসহ সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।

মঙ্গলবার (৪ অক্টোবর) ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, হিন্দু ধর্মালম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বুধবার সরকারি ছুটি থাকবে। এদিন সরকারি ছুটি থাকায় দেশের ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠানসহ সব কিছু বন্ধ থাকবে। সেই সঙ্গে পুঁজিবাজারও বন্ধ থাকবে।
তবে পরদিন বৃহস্পতিবার (৬ অক্টোবর) দেশের পুঁজিবাজারে যথাসময়ে লেনদেন ও প্রশাসনিক কার্যক্রম চলবে।

সূত্র: বিডি প্রতিদিন
আইএ/ ৪ অক্টোবর ২০২২

Back to top button