গাজীপুর

ছুরিকাঘাতে মিষ্টির কারিগর খুন

গাজীপুর, ০৪ অক্টোবর – গাজীপুরের টঙ্গীতে বন্ধুর ছুরিকাঘাতে অপর বন্ধু নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। সোমবার (৩ অক্টোবর) রাত দেড়টায় উত্তরার লেক ভিউ প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোস্তফা কামাল নামে ওই যুবক মারা যান।

নিহত মোস্তফা ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার নয়নবাড়ী গ্রামের আব্দুল কাদেরের ছেলে। তিনি তার বড় ভাই শফিকুল ইসলামের টঙ্গী বাজারের মা মিষ্টান্ন ভাণ্ডারে মিষ্টির কারিগর হিসেবে কাজ করতেন। আটক খায়রুল ইসলাম বুলবুল (৪৫) বগুড়া জেলা সদর থানার ছোট বেলাইল এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি ওই মিষ্টান্ন ভাণ্ডার থেকে মিষ্টি নিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করতেন।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম দোকান মালিকের বরাত দিয়ে জানান, মোস্তফা ও খায়রুল প্রায়ই দোকানে বিভিন্ন বিষয় নিয়ে দুষ্টামি করতো। রবিবার (২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় তারা দুষ্টামি করার একপর্যায়ে তর্কে জড়িয়ে পড়ে। এসময় কিছু বুঝে উঠার আগেই খায়রুল ইসলাম মোস্তফাকে দোকানের ছুরি দিয়ে ঘাড়ে জখম করে। তাৎক্ষণিক দোকানের অন্যান্য কর্মচারীরা তাকে উদ্ধার করে উত্তরার লেক ভিউ প্রাইভেট হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় রাত দেড় টায় মোস্তফা মারা যায়। এ ঘটনায় নিহতের বড় ভাই শফিকুল ইসলাম টঙ্গী পূর্ব থানায় মামলা করেছেন।

সূত্র: বাংলা ট্রিবিউন
আইএ/ ০৪ অক্টোবর ২০২২

Back to top button