দক্ষিণ এশিয়া

পাকিস্তানে দাম কমল পেট্রল, ডিজেল, কেরোসিনের

ইসলামাবাদ, ১ অক্টোবর – পাকিস্তানে পেট্রল, ডিজেল ও কেরোসিনের দাম কমানো হয়েছে। দেশটির নতুন অর্থমন্ত্রী ইসহাক দার স্থানীয় সময় শুক্রবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে ঘোষণাটি দিয়েছেন। মধ্যরাত থেকেই জ্বালানি তেলের নতুন দাম কার্যকর হয়েছে।

জিও নিউজ জানিয়েছে, দেশটিতে পেট্রলের দাম লিটারে ১২ রুপি ৬৩ পয়সা কমিয়ে ২২৪ রুপি ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

ডিজেলের দাম লিটারে কমানো হয়েছে ১২ রুপি ১৩ পয়সা। দাম কমানোর পর তা ২৩৫ রুপি ৩০ পয়সা হয়েছে।
কেরোসিনের দাম কমানো হয়েছে লিটারে ১০ রুপি ১৯ পয়সা। প্রতি লিটার কেরোসিন পাকিস্তানে বিক্রি হবে ১৯১ রুপি ৮৩ পয়সায়।

প্রসঙ্গত, পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতা ইসমাইল ২৫ সেপ্টেম্বর টুইট করে পদত্যাগের ঘোষণা দেন। এরপর ইসহাক দার সেই দায়িত্ব নেন। ইসহাক দার বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বিস্তারিত আলোচনার পর জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ জ্বালানির দাম কমানোর বিষয়ে বলেন, এই পদক্ষেপের ফলে জনগণ শেষ পর্যন্ত কিছুটা স্বস্তি পাবে।

ক্ষমতাসীন দলের দাপ্তরিক টুইটারে জানানো হয়, জনগণকে স্বস্তি দিতে এ ধরনের আরো পদক্ষেপ আসছে, ইনশা আল্লাহ।

সূত্র: কালের কন্ঠ
আইএ/ ১ অক্টোবর ২০২২

Back to top button