ইউরোপ

জরুরি বৈঠক ডেকেছেন জেলেনস্কি

কিয়েভ, ২৯ সেপ্টেম্বর – ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির মুখপাত্র সের্গেই নাইকোফারোভ বৃহস্পতিবার ফেসবুকে একটি পোস্ট দিয়ে বলেছেন, প্রেসিডেন্ট জেলেনস্কি আগামীকাল (শুক্রবার) জরুরি বৈঠক ডেকেছেন।

কি নিয়ে আলোচনা হবে এটি পরে জানানো হবে বলে জানান তিনি।

এ ব্যাপারে ফেসবুকে মুখপাত্র সের্গেই নাইকোফারোভ লিখেছেন, প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি আগামীকাল জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের জরুরি বৈঠক ডেকেছেন। আলোচনার বিষয় ও অন্যান্য বিষয়বস্তু পরে জানানো হবে।

এদিকে শুক্রবার ইউক্রেনের চারটি অঞ্চল খেরসন, জাপোরিঝিয়া, দোনেৎস্ক এবং লুহানেস্ককে বিচ্ছিন্ন করে রাশিয়ার সঙ্গে যুক্ত করার ডিক্রি জারি করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আর এদিনই জরুরি বৈঠক ডেকেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

ধারণা করা হচ্ছে ইউক্রেনের অঞ্চল বিচ্ছিন্ন করার বিষয়টি নিয়ে আলোচনা করবেন তিনি।

ইউক্রেনের পক্ষ থেকে আগেই বলা হয়েছে, তারা তাদের অঞ্চল বিচ্ছিন্ন করার বিষয়টি কখনো মানবে না। রাশিয়া যেসব অঞ্চল বিচ্ছিন্ন করতে যাচ্ছে সেগুলোও পুনর্দখল করা হবে।

সূত্র: যুগান্তর
আইএ/ ২৯ সেপ্টেম্বর ২০২২

Back to top button