মধ্যপ্রাচ্য

দাঙ্গাকারীদের কঠোরভাবে দমন করা হবে, ইরানি প্রেসিডেন্টের ঘোষণা

তেহরান, ২৯ সেপ্টেম্বর – হিজাব ইস্যুতে ইরানে চলমান আন্দোলনের নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। একই সঙ্গে দাঙ্গাকারীদের কঠোরভাবে দমন করা হবে বলেও হুশিয়ারি দিয়েছেন তিনি।

বুধবার রাতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক সাক্ষাৎকার অনুষ্ঠানে তিনি এ হুশিয়ারি উচ্চারণ করেন।

ইব্রাহিম রাইসি বলেন, যারা দাঙ্গায় অংশ নিয়েছিল, তাদের দৃঢ়ভাবে মোকাবিলা করতে হবে— এটিই জনগণের দাবি।

এ অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে ইরানের প্রেসিডেন্ট বলেন, শত্রুরা জাতীয় ঐক্যকে টার্গেট করেছে এবং একে অপরের বিরুদ্ধে জনগণকে দাঁড় করাতে চায়।

গত ১৬ সেপ্টেম্বর মারা যান কুর্দি নারী মাশা আমিনি। এর তিন দিন আগে হিজাব না পরায় তাকে গ্রেফতার করে নিয়ে যায় ইরানের নৈতিকতাবিষয়ক পুলিশ। এই মৃত্যু কেন্দ্র করে ইরানজুড়ে শুরু হয় বিক্ষোভ। এ বিক্ষোভে এখন পর্যন্ত ৭৬ জন নিহত হয়েছেন।

মাশার আইনজীবী সালেহ নিকবখত বলেছেন, মাশা আমিনির শোকাহত বাবা-মা একটি অভিযোগ করেছেন। তারা এ ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চান। পাশাপাশি পুলিশ হেফাজতে থাকাকালীন তার সব ভিডিও এবং ছবি প্রকাশের দাবিও জানিয়েছেন তারা।

সূত্র: যুগান্তর
এম ইউ/২৯ সেপ্টেম্বর ২০২২

Back to top button