জাতীয়

শিশু-কিশোরদের জন্য উদ্বোধন হলো ‘হাসিনা অ্যান্ড ফ্রেন্ডস’ গেম

ঢাকা, ২৮ সেপ্টেম্বর – প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে শিশু-কিশোরদের জন্য তৈরিকৃত গেইমিং প্ল্যাটফর্ম “হাসিনা এন্ড ফ্রেন্ডস” এর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিশু-কিশোরদের জন্য তৈরিকৃত গেমিং “হাসিনা অ্যান্ড ফ্রেন্ডস” এর উদ্বোধন করে আইসিটি বিভাগ।

এই গেমের মাধ্যমে ওয়েবসাইট থেকে ব্যবহারকারীরা ইন্টারেক্টিভ গেমস এবং মজার পাঠের মাধ্যমে জানতে পারবে পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা এবং সংযোগ সম্পর্কে।

প্লাটফর্মটি তৈরি করেছে মাল্টি-ডিসিপ্লিনারি আউটসোর্সিং প্রতিষ্ঠান গোল্ডেন হারভেস্ট ইনফোটেক লিমিটেড। এতে রয়েছে ৩২টি ইন্টারেক্টিভ গল্প এবং ১২টি গেম। আছে শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী এবং বাংলাদেশের আটটি বিভাগের তথ্য।

ওয়েবসাইটটি তিনটি বয়সের (৬-৯ বছর, ৯-১২ বছর এবং ১২-১৬ বছর) শিশুদের জন্য সাজানো হয়েছে বিশেষ ভাবে। আছে চারটি বিভাগ। প্রতিটি বিভাগের জন্য রয়েছে বিশেষ গল্প। প্রতিটি গল্প আবর্তিত হয়েছে গেম এর মাধ্যমে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৮ সেপ্টেম্বর ২০২২

Back to top button