ইসলাম

ঘরে প্রবেশের সুন্নত

সাআদ তাশফীন

* অনুমতি না নিয়ে কারো বাড়িতে বা কামরায় প্রবেশ করবে না। তিনবার ডেকে যদি অনুমতি না পাওয়া যায়, তবে ফিরে আসবে কিন্তু অসন্তুষ্ট হবে না। হয়তো কোনো পুরুষ লোক বাড়িতে নেই বা এ সময় কোনো কাজে লিপ্ত আছে যে অবস্থায় জবাব দেওয়া সম্ভব নয়। এ রকম অনেক কিছু হতে পারে।

অনুরূপ নিজের ঘরেও আওয়াজ না দিয়ে প্রবেশ করবে না। হয়তো কেউ বেপর্দা থাকতে পারে বা বেগানা গায়রে মাহরাম মহিলা ঘরে থাকতে পারে। অবশ্য কেউ সাধারণ মজলিসে বা খোলা জায়গায় একাকী বসা থাকলে তার নিকট যাওয়ার জন্য অনুমতি নেওয়ার দরকার নেই।
* বাড়ির ভেতর থেকে বা কামরার ভেতর থেকে যদি কেউ জিজ্ঞাসা করে, তুমি কে? তবে নিজের নাম-পরিচয় পরিষ্কার করে বলবে, শুধু ‘আমি’ বলবে না।

* গৃহে প্রবেশ করতে চাইলে আগে থেকে গৃহবাসীকে আগমনের কথা জানিয়ে দেবে।

* ঘরে ঢোকার সময় ডান পা দিয়ে প্রবেশ করবে।

* ডান পা দেওয়ার পর ‘বিসমিল্লাহ’ পড়বে।

* বিসমিল্লাহ বলার পর এই দোয়া পড়ে প্রবেশ করবে। উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খাইরাল মাওলাজি ওয়া খাইরাল মাখরাজি বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খারাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা।

* এরপর গৃহবাসীকে সালাম করবে।

* ঘরে কেউ না থাকলেও ফেরেশতাদের নিয়তে এভাবে সালাম করবে—‘আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ’

* যতবার ঘরে যাবে ততবার অনুমতি নেবে ও সালাম করবে, যদিও তা মায়ের ঘর হয়।

* ঘরে গিয়ে চুপ হয়ে থাকবে না। কিছু না কিছু জিজ্ঞাসা করবে।

* রাত্রি বেলা যখন লোকেরা ঘুমিয়ে পড়ে তখন ঘরে আস্তে আস্তে প্রবেশ করবে।

* রাত্রি বেলা যখন লোকেরা ঘুমিয়ে পড়ে তখন সালাম এত আস্তে করবে যে কেবল জাগ্রত ব্যক্তিই শুনতে পাবে, ঘুমন্ত ব্যক্তিরা নয় এবং এতে কারো ঘুমের ব্যাঘাত সৃষ্টি না হয়।

* ঘরে প্রবেশ করার সময় অত্যন্ত খুশি মনে মুচকি হাসতে হাসতে প্রবেশ করবে।

* সফর থেকে ফেরার সময় পরিবার-পরিজনের জন্য কিছু হাদিয়া নিয়ে আসা সুন্নত।

* সফর থেকে প্রত্যাবর্তনকারী ঘরে প্রবেশের পূর্বে দুই রাকাত নফল নামাজ পড়ে নেবে।

* ঘর থেকে বের হওয়ার সময় ‘বিসমিল্লাহ’ বলে দরজা খুলবে।

* নিম্নের দোয়াটি পড়বে। উচ্চারণ : বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আজীম।

* বাঁ পা দিয়ে বের হবে।

* বের হয়ে আয়াতুল কুরসি পড়বে।

আইএ

Back to top button