ক্রিকেট

‘টেন্ডুলকারকে এখনও ছাড়াতে পারে কোহলি’

নয়াদিল্লী, ২০ সেপ্টেম্বর – সেঞ্চুরির সেঞ্চুরি করা শচিন টেন্ডুলকারকে ছাড়িয়ে যাবেন বিরাট কোহলি, একসময় খুব আত্মবিশ্বাস নিয়ে একথা বলতেন অনেকেই। তবে ২০১৯ সালের পর থেকে তিন বছর কোহলির সময়টা ভালো যায়নি। ৭০ সেঞ্চুরিকে ৭১ সেঞ্চুরিতে পরিণত করতে তার লেগেছে প্রায় তিন বছর। তাই শচীনকে ছাড়িয়ে আলোচনাতেও ভাটা পড়েছে।

তবে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং এখনও মনে করেন কোহলির এখনও শচীনকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ আছে।

পন্টিং বলেন, ‘তিন বছর আগে এই প্রশ্নটা করলে বলতাম, হ্যাঁ। তবে সত্যি কথা বলতে, তার সেঞ্চুরি আসার গতি মন্থর হয়ে গেছে। আমি অবশ্য এখনও বিশ্বাস করি, (শচিনকে ছাড়িয়ে যাওয়া) তার পক্ষে সম্ভব, কোনো সন্দেহ নেই।’
আইসিসি রিভিউ-তে অস্ট্রেলিয়ার দুটি বিশ্বকাপজয়ী অধিনায়ক পন্টিং জানালেন, কোহলির সম্ভাবনা একেবারে শেষ হয়ে যায়নি।

সূত্র: বিডি প্রতিদিন
আইএ/ ২০ সেপ্টেম্বর ২০২২

Back to top button