ফুটবল

সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ, টুর্নামেন্টের সব পুরস্কারও জিতল

কাঠমান্ডু, ২০ সেপ্টেম্বর – নেপালকে হারিয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। চ্যাম্পিয়ন ট্রফি ছাড়াও খেলোয়াড় পর্যায়ের সব পুরস্কারই এসেছে বাংলাদেশের মেয়েদের হাতে।

সাফ নারী চ্যাম্পিয়নশিপে ষষ্ঠ আসরে ফেয়ার প্লে ট্রফি জিতেছে বাংলাদেশ। এ ছাড়া ব্যক্তিগত পর্যায়ের পুরস্কারের মধ্যে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন। এ ছাড়া ৮ গোল করে তিনি জিতে নিয়েছেন সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও। এ জন্য তার হাতে এসেছে গোল্ডেন বুট।

সাফের সেরা গোলরক্ষক হয়েছেন বাংলাদেশের রূপনা চাকমা। ফাইনালে নেপাল ব্যবধান কমানো যে গোলটি করেছে, সেটাই বাংলাদেশের জালে প্রথম গোল। ৫ ম্যাচে বাংলাদেশ একটিমাত্র গোলই হজম করেছে। অন্যদিকে পুরো টুর্নামেন্টে বাংলাদেশের মেয়েরা গোল করেছেন ২৩টি।

আজ সোমবার ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে জিতেছে বাংলাদেশ। নেপালের দশরথ স্টেডিয়ামে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। আধিপত্য দেখিয়ে প্রথমার্ধে ২ গোল করে এগিয়ে যায় বাংলাদেশ। বিরতির এক গোল শোধ দিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করে নেপাল। তবে দ্বিতীয়ার্ধে কৃষ্ণা রানী সরকারের লক্ষ্যভেদে জয়ের কাছাকাছি চলে যায় বাংলাদেশ।

শেষ পর্যন্ত দশরথ স্টেডিয়ামে নতুন ইতিহাস গড়ে বাংলাদেশ। সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ট্রফি জিতে নেয় বাংলাদেশের মেয়েরা।

সূত্র: আমাদের সময়
আইএ/ ২০ সেপ্টেম্বর ২০২২

Back to top button