আইন-আদালত

জাপানি নাগরিক কুনিও হোসি হত্যা: হাইকোর্টের রায় ২১ সেপ্টেম্বর

ঢাকা, ১৯ সেপ্টেম্বর – রংপুরে জাপানি নাগরিক হোশি কুনিও হত্যা মামলায় বিচারিক আদালতের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) পাঁচ জঙ্গির ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামিদের করা আপিল শুনানি শেষ হয়েছে। আগামীকাল মঙ্গলবার এ বিষয়ে রায় ঘোষণা করা হবে।

সোমবার বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি এস এম মাসুদ হোসন দোলন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায়ের এই দিন ধার্য করেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরসেদ। অন্যদিকে আসামিপক্ষে ছিলেন আইনজীবী আহসান উল্লাহ।

জাপানি নাগরিক হোশি কুনিও ২০১১ সালের ২৩ ডিসেম্বর বাংলাদেশে আসেন। তিনি রংপুরের কাউনিয়া উপজেলার কাচু আলুটারি গ্রামে গবাদিপশুর খাদ্য হিসেবে উন্নত মানের ঘাস চাষ করতেন। ২০১৫ সালের ৩ অক্টোবর ওই কাচু আলুটারি গ্রামে ৬৬ বছর বয়সী কুনিওকে গুলি করে হত্যা করা হয়। পরে ওই মামলায়

২০১৭ সালের ২৮ ফেব্রুয়ারি জেএমবির পাঁচ জঙ্গিকে মৃত্যুদণ্ড দেন রংপুরের বিশেষ জজ আদালত।

রায়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির আঞ্চলিক কমান্ডার মাসুদ রানা ওরফে মামুন, সদস্য ইছাহাক আলী, লিটন মিয়া ওরফে রফিক, সাখাওয়াত হোসেন ও আহসান উল্লাহ আনসারী ওরফে বিপ্লবকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত বিপ্লব পলাতক। পরে আসামিদের ডেথ রেফারেন্স অনুমোদেনের জন্য নথি হাইকোর্টে পাঠানো হয়। এ ছাড়া আসামিরাও আপিল ও জেল আপিল করেন। এরই ধারাবাহিকতায় গত ৪ সেপ্টেম্বর হাইকোর্টে আবেদনের শুনানি শুরু হয়।

সূত্র: সমকাল
আইএ/ ১৯ সেপ্টেম্বর ২০২২

Back to top button