পাকিস্তানে নির্ধারিত সময়ে নির্বাচন হবে, একমত নওয়াজ-শাহবাজ
ইসলামাবাদ, ১৯ সেপ্টেম্বর – পাকিস্তানে নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন আয়োজনের ব্যাপারে একমত পোষণ করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সুপ্রিমো নওয়াজ শরিফ।
রবিবার লন্ডনে এক বৈঠকে এই সিদ্ধান্তে উপনীত হন তারা।
পরলোকগত রানি এলিজাবেথের অন্তেষ্টিক্রিয়ায় যোগ দিতে শনিবার লন্ডন পৌঁছেন শাহবাজ শরিফ। পরে দুই ভাই লন্ডনে নওয়াজ শরিফের বাসভবনে বৈঠক করেন।
একটি সূত্রের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম ‘জিও নিউজ’ জানিয়েছে, দুই শরিফের মধ্যকার বৈঠকটি প্রায় সাড়ে তিন ঘণ্টা স্থায়ী হয়। প্রবল চাপ সত্ত্বেও দুই নেতা নির্ধারিত সময়েই সাধারণ নির্বাচন আয়োজনের ব্যাপারে একমত হন।
দুই ভাই আরও একমত হন যে বর্তমান সরকার সাংবিধানিক মেয়াদ পর্যন্ত ক্ষমতায় থাকবে।
উল্লেখ্য, পিটিআই চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বারবার আগাম নির্বাচনের দাবি জানিয়ে আসছেন।
শরিফ ভাইয়েরা তাদের বৈঠকে পাঞ্জাব সরকারে পরিবর্তন নিয়েও আলোচনা করেন। আর সরকার পরিবর্তনের পর হামজা শরিফকেই পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে বিবেচনা করছেন বলে জানা গেছে।
বৈঠকে আগামী নভেম্বরে নতুন সেনাপ্রধান নিয়োগের বিষয় নিয়েও আলোচনা হয় বলে জানা গেছে।
লন্ডনে উপস্থিত থাকা সত্ত্বেও প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ও যোগাযোগ ও সম্প্রচার মন্ত্রী মরিয়াম আওরঙ্গজেব এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন না। এ নিয়ে প্রশ্ন করা হলে আসিফ বলেন, তিনি লন্ডনে এসেছেন কেবল দলের নেতা নওয়াজের সাথে সাক্ষাতের জন্য।
সূত্র: বিডি প্রতিদিন
আইএ/ ১৯ সেপ্টেম্বর ২০২২