সৈয়দা সাজেদা চৌধুরীর রাজনৈতিক দূরদর্শিতা প্রজন্ম থেকে প্রজন্মে অনুপ্রেরণা যোগাবে : স্পিকার
ঢাকা, ১৮ সেপ্টেম্বর – জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সংসদ উপনেতা প্রয়াত সৈয়দা সাজেদা চৌধুরীর আদর্শ, রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা প্রজন্ম থেকে প্রজন্মে অনুপ্রেরণা যোগাবে। বাংলাদেশের সব আন্দোলন-সংগ্রামে সৈয়দা সাজেদা চৌধুরীর অনবদ্য ভূমিকা জাতি দেখেছে।
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ও আওয়ামী লীগের রাজনীতিতে তাঁর অবদান সকলে চিরকাল মনে রাখবে। পঁচাত্তরে জাতির পিতাকে সপরিবারে হত্যার পর ক্রান্তিলগ্নে, এক এগারোর সংকটময় সময়ে সৈয়দা সাজেদা চৌধুরীর ভূমিকার জন্য জাতি চিরকাল তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
আজ রবিবার বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ উপনেতা প্রয়াত সৈয়দা সাজেদা চৌধুরীর কুলখানি উপলক্ষে আয়োজিত দোয়া ও মোনাজাত মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে এসব কথা বলেন স্পিকার ড. শিরীন শারমিন।
জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে আয়োজিত এই দোয়া মাহফিলে জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সৈয়দা সাজেদা চৌধুরীর পুত্র আয়মান আকবর, সাজেদ আকবর, শাহদাব আকবর ও তার কন্যা মাহরুখ আকবর রহমান মায়ের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।
এ সময় সংসদ সদস্যগণ, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী ও পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ দোয়া মাহফিলে অংশ নেন।
সূত্র: বিডি প্রতিদিন
আইএ/ ১৮ সেপ্টেম্বর ২০২২