জাতীয়ব্যবসা

সোমবার ঢাকায় আসছেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট

ঢাকা, ১৮ সেপ্টেম্বর – বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার বাংলাদেশ সফরে আসছেন সোমবার (১৯ সেপ্টেম্বর)। এটি তার প্রথম বাংলাদেশ সফর। তিন দিনের সফরে ঢাকায় আসবেন তিনি। বিশ্বব্যাংক ঢাকা অফিস এ তথ্য নিশ্চিত করেছে।

বিশ্বব্যাংক ঢাকা অফিস জানিয়েছে, সফরকালে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার মোকাবিলায় বিশ্বব্যাংকের সহায়তা নিয়ে আলোচনা করবেন। এছাড়া তিনি উন্নয়ন সহযোগী, বেসরকারি খাতের নেতা, সুশীল সমাজ এবং নীতিনির্ধারণী পর্যায়ের বিভিন্নজনের সঙ্গেও বৈঠক করবেন।

বিশ্বব্যাংক ঢাকা অফিস জানিয়েছে, রাইজার বলেছেন বাংলাদেশ উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। বাংলাদেশের ৫০ বছর ধরে এ অসাধারণ অগ্রযাত্রায় অংশীদার হতে পেরে বিশ্বব্যাংক গর্বিত।
জার্মান নাগরিক রাইজার চলতি বছরের ১ জুলাই দক্ষিণ এশিয়া অঞ্চলে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পান। এর আগে তিনি চীন, মঙ্গোলিয়া ও কোরিয়ায় বিশ্বব্যাংকের ডিরেক্টর হিসেবে কাজ করেন।

সূত্র: বাংলা ট্রিবিউন
আইএ/ ১৮ সেপ্টেম্বর ২০২২

Back to top button