চসিক মেয়র ভারতে, দায়িত্বে কাউন্সিলর আফরোজা জহুর
চট্টগ্রাম, ১৭ সেপ্টেম্বর – চিকিৎসার জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী ভারত যাচ্ছেন। শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে চট্টগ্রাম থেকে সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি। রবিবার বিমানযোগে ভারতের উদ্দেশে রওনা দেবেন।
তিনি ফেরার আগ পর্যন্ত চট্টগ্রাম সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন প্যানেল মেয়র আফরোজা জহুর। তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের সংরক্ষিত ওয়ার্ড ১২ থেকে নির্বাচিত নারী কাউন্সিলর।
মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর যাত্রাকালে তার বহদ্দারহাট বাসভবনে বিদায় জানান আফরোজা জহুর, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম, প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, সংরক্ষিত কাউন্সিলর লুৎফুন নেছা দোভাষ বেবী, নীলু নাগ প্রমুখ।
তিনি ঢাকা থেকে রবিবার দুপুর ১২টা ১০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটযোগে দিল্লির উদ্দেশে রওনা দেবেন। চিকিৎসা শেষে আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে তার দেশে ফেরার কথা রয়েছে।
সূত্র: বাংলা ট্রিবিউন
আইএ/ ১৭ সেপ্টেম্বর ২০২২