এশিয়া

তাইওয়ানে ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

তাইপে, ১৭ সেপ্টেম্বর – তাইওয়ানে আঘাত হেনেছে ৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। শনিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৪১ মিনিটে দ্বীপটিতে আঘাত হানে এ ভূকম্পন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, তাইওয়ান ছাড়াও চীন, জাপান, ফিলিপাইনেও ভূমিকম্পটির প্রভাব অনুভূত হয়েছে।

ইউএসজিএসের তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল তাইওয়ানের ইউজিং শহর থেকে ৯১ কিলোমিটার পূর্বে এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ৬।
ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্প কেন্দ্র (ইএমএসসি) অবশ্য কম্পনের মাত্রা ৬ দশমিক ৫ বলে জানিয়েছে। তবে ভূমিকম্পের তীব্রতা পরিমাপে সংস্থা ও সময়ভেদে কম্পনের মাত্রায় ভিন্নতা নতুন কিছু নয়।

তাৎক্ষণিকভাবে ভূমিকম্পটিতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। সুনামি সতর্কতাও জারি করা হয়নি।
দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত হওয়ায় খুবই ভূমিকম্পপ্রবণ এলাকা তাইওয়ান। গত জুন মাসেও দেশটির পূর্ব উপকূলে আঘাত হেনেছিল ছয় মাত্রার এক ভূমিকম্প। এতে কেউ হতাহত হননি।

গত মার্চে দ্বীপটিতে আঘাত হানে ৬ দশমিক ৭ মাত্রার আরেকটি ভূমিকম্প। এতে পূর্বাঞ্চলে একটি অর্ধনির্মিত সেতু ধসে পড়ে।

২০১৮ সালে দেশটির জনপ্রিয় পর্যটন শহর হুয়ালিয়েনে আঘাত হেনেছিল ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এতে অন্তত ১৭ জন প্রাণ হারান, আহত হন আরও ৩০০ জন।

২০১৬ সালে তাইওয়ানের দক্ষিণাঞ্চলে এক ভূমিকম্পে মারা যান শতাধিক মানুষ। আর ১৯৯৯ সালে দ্বীপটিতে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে প্রাণহানি হয়েছিল দুই হাজারের বেশি।

সূত্র: জাগোনিউজ
আইএ/ ১৭ সেপ্টেম্বর ২০২২

Back to top button