এশিয়া

মালয়েশিয়ার সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা আসছে শিগগির

আহমাদুল কবির

কুয়ালালামপুর, ১৭ সেপ্টেম্বর – মালয়েশিয়ার ১৫তম সাধারণ নির্বাচনের পথ প্রশস্ত করতে শিগগির সংসদ ভেঙে দেওয়ার তারিখ ঘোষণা করা হবে। শনিবার (১৭ সেপ্টেম্বর) রাজনৈতিক জোট বারিসান ন্যাশনালের (বিএন) এক অনুষ্ঠানে বক্তৃতাকালে এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব।

তিনি মালয়েশিয়ার প্রাচীনতম রাজনৈতিক দল ইউএমএনও’র ভাইস-প্রেসিডেন্টও। পরবর্তী সাধারণ নির্বাচনের সময় নির্ধারণের জন্য ইউএমএনও’র প্রেসিডেন্ট ড. আহমেদ জাহিদ হামিদির সঙ্গে অলোচনা করে সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী।
এদিন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনের ডেপুটি চেয়ারম্যান এবং ইউএমএনও’র ডেপুটি প্রেসিডেন্ট মোহাম্মদ হাসান, এমসিএ প্রেসিডেন্ট ডা. উই কা সিয়ং এবং এমআইসি প্রেসিডেন্ট এস এ ভিগ্নেশ্বরন।

ইউএমএনও সূত্রে জানা গেছে, আগামী ৩০ সেপ্টেম্বর ১৫তম সাধারণ নির্বাচন নিয়ে বৈঠকে বসবেন দলের শীর্ষ পাঁচ নেতা। দলটির মহাসচিব আহমদ মাসলান বলেছেন, বৈঠকটি অনুষ্ঠিত হবে স্থানীয় সময় রাত ৮টায় এবং একই সন্ধ্যায় সুপ্রিম কাউন্সিলেরও বৈঠক হবে।

তিনি জানান, প্রথমে বৈঠক করবেন দলের শীর্ষ পাঁচ নেতা, এরপর রাজনৈতিক ব্যুরো এবং তারপরে সুপ্রিম কাউন্সিল।

শীর্ষ ওই পাঁচ নেতা হলেন দলীয় সভাপতি আহমদ জাহিদ হামিদি, উপ-সভাপতি মোহাম্মদ হাসান এবং তিন সহ-সভাপতি খালেদ নরদিন, মাহজির খালিদ ও ইসমাইল।

সূত্র: জাগোনিউজ
আইএ/ ১৭ সেপ্টেম্বর ২০২২

Back to top button