এসওএস চিলড্রেনস ভিলেজ সম্মাননা পেলেন রাবি উপাচার্য
রাজশাহী, ১৭ সেপ্টেম্বর – সমাজে বিশেষ অবদান রাখায় এসওএস সম্মাননায় ভূষিত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।
গতকাল শুক্রবার ঢাকার ইন্টার কন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এসওএস শিশু পল্লীর পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠানে এ সম্মাননা পান তিনি।
অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার এডভোকেট শিরীন শারমিন চৌধুরী ও পরিকল্পনামন্ত্রী এম এ আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।
এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ আরো অনেক গুণীজনকে সমাজে বিশেষ অবদান রাখায় সম্মাননায় ভূষিত করা হয়।
সম্মাননা পেয়ে নিজের অনুভূতি ব্যক্ত করে উপাচার্য বলেন, এসওএস বিশ্বের অন্যতম একটি স্বেচ্ছাসেবী সংগঠন। যাদের কল্যাণমূলক কাজ বিশ্বের মানুষের কাছে প্রশংসার দাবি রাখে। সেই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর এদেশের অনাথ শিশুদের কথা চিন্তা করে এমন একটি সংগঠন চালু করেছিলেন। সেটাও অনেক প্রশংসার দাবিদার। সেই রকম একটি সংগঠন থেকে সম্মাননা পাওয়া সত্যিই গর্বের বলে জানান উপাচার্য।
এসওএস চিলড্রেনস ভিলেজ একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন। ১৯৪৯ সালে এসব শিশুদের দেখাশোনার অস্ট্রিয়ান সৈনিক হারমেন মাইনার এ সংগঠন গড়ে তোলেন। যারা বিশ্বে পরিত্যক্ত, অবহেলিত, নির্যাতিত ও কঠিন অর্থনৈতিক পরিস্থিতিতে থাকা শিশুদের দেখাশোনা করে। ১৯৭২ সালে বঙ্গবন্ধু হাত ধরে বাংলাদেশ এসওএস শিশুপল্লী প্রতিষ্ঠিত হয়।
সূত্র: বিডি-প্রতিদিন
আইএ/ ১৭ সেপ্টেম্বর ২০২২